পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্বজুড়ে বন্ধু দিবস।

প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববারে সারা বিশ্বজুড়ে বন্ধু দিবস পালন করা হয় । কিন্তু আমরা অনেকেই জানি না বন্ধু দিবস কখন কিভাবে এলো। বন্ধু দিবসের ইতিহাস নিয়ে বির্তক থাকলেও জানা যায় ১৯৩৫ সালে আগস্টের প্রথম শনিবার যুক্তরাষ্ট্র সরকার এক ব্যক্তির মৃত্যুদ্ন্ড কার্যকর করে। আর বন্ধু হারানোর দুঃখে পরদিনই তার এক বন্ধু আত্নহত্যা করে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে সমগ্র পৃথিবীতে। বিতর্কিত বন্ধু দিবসঃ ক) ১৯১৯ সাল থেকেই শুভেচ্ছা কার্ড প্রস্তুতকারক Joyce Hall উৎসাহে বন্ধু দিবস পালিত হচ্ছিল। কিন্তু Joyce Hall সময়ে দিবসটি পালনের ক্ষেত্রে ঠিক সেভাবে জনপ্রিয়তা পায়নি। [সুত্রঃ ইউএনআরআইসি ] খ) ১৯৫৮ সালের গোড়া দিকে দিবসটি প্রথম পালিত হয় প্যারাগুয়ে রাষ্ট্রে। পর্যায়ক্রমে দিবসটি দক্ষিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে পালন করা শুরু হয়। [সুত্রঃ উইকিপিডিয়া ] গ) বন্ধুর জন্য বন্ধুর ঐ আত্মত্যাগকে সম্মান জানাতে ২০১১ সালের ২৭শে এপ্রিল UN UN General Assembly তে ১৯৩৫ সালের আগস্ট মাসের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তখন বেশকিছু দেশ বন্ধুত্ব দিবসের সংস্কৃতিকে গ্রহণ করে নেয়। [সুত্রঃ জাতিসং