পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্বকাপের জানা-অজানা

বিশ্বকাপের জানা-অজানা ১. ১৯৫৪ সালের বিশ্বকাপ থেকে প্রথমবার ফুটবলারদের জার্সিতে নম্বর দেওয়া শুরু হয়। ২. ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রতিটি বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। ৩. ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান মোট ছয়টি কার্ড দেখেছেন। যার মধ্যে দু'টি লাল কার্ডও রয়েছে। ৪. রেফারির গণনার ভুলে দু'টি হলুদ কার্ড দেখেও ২০০৬ বিশ্বকাপে মাঠে ছিলেন ক্রোয়েশিয়ার জোসিপ সিমুনিচ। তবে রেফারি গ্রাহাম পোল পরে সিমুনিচকে আরও একটি হলুদ কার্ড দেখানোর পর তাকে মাঠ ছাড়তে নির্দেশ দেন। অর্থাৎ দু'টি নয় তিনটি হলুদ কার্ড দেখার পর মাঠ ছাড়েন সিমুনিচ। ৫. বিশ্বকাপের ইতিহাসে ৯ নম্বর জার্সির ফুটবলাররাই সবচেয়ে বেশি সংখ্যাক গোল করেছেন। ৬. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার কৃতিত্ব দেখান ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে পেলে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে প্রথম গোল করেন। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। ৭. ১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে অংশগ্রহণ করার সুযোগ পায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকে তারা সবকটি বিশ্বকাপের মুলপর্বে খেলেছে